ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর নারী সদস্যদের মাঝে স্তন ও জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর উদ্যোগে ডিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রায় ২০০ সদস্য অংশ গ্রহণ করেন।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) শামীমা বেগম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন এনআইসিআরএইচ এর হেড অফ ব্রেস্ট ক্যান্সার ইউনিটের ডঃ একেএম মিনহাজ উদ্দিন ভূইয়া, এনআইসিআরএইচ এর রেজিষ্টার ডঃ আবদুল্লাহ আল মামুন ও মেডিকেল অফিসার ডঃ সাজিয়া খান এবং বিএসএমএমইউ এর ডঃ কাইয়ুমা খানম।
সভাপতির বক্তৃতায় যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) শামীমা বেগম, পিপিএম বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। ২০০৮ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের কল্যাণে কাজ করছে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)। এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। নারী পুলিশ সদস্যদের অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়। সচেতন ও শিক্ষিত নাগরিক হিসেবে সর্বোপরি একটা ডিসিপ্লিন বাহিনীর সদস্য হিসেবে আমাদের দায়িত্ব নিজেকে সুস্থ রাখা ও অন্যকে সুস্থ রাখার পথে ভূমিকা রাখা। সুস্থতার পথে বর্তমানে সবচেয়ে বড় যে বাধা সেটা হলো মোবাইল ফোন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আসক্ত তারা রাত জেগে মোবাইল ব্রাউজ করে। এ মোবাইল আসক্তির কারণে পর্যাপ্ত ঘুম না হওয়ায় অসুস্থতার একমাত্র কারণ। সুতরাং সুস্থতার জন্য আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। নিজেদের জীবনকে সুন্দর রাখার জন্য সচেতনতার কোন বিকল্প নেই মর্মে অভিমত ব্যক্ত করেন তিনি।
উক্ত আলোচনা সভায় বিএসএমএমইউ এর ডঃ কাইয়ুমা খানম জরায়ু ক্যান্সার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) কারণে জরায়ু ক্যান্সার হলেও তা প্রতিরোধযোগ্য। ভাইরাসটি থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।
তিনি বলেন,জরায়ু ক্যান্সার প্রতিরোধে ৩০-৬০ বয়সী সকল মহিলাকে স্ক্রিনিং করার প্রতি জোর দেন। জরায়ু ক্যান্সার সনাক্তে ভায়া (VIA) টেস্ট করার উপর গুরুত্বারোপ করেন। জরায়ু এর ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।
এ সভায় এনআইসিআরএইচ এর হেড অফ ব্রেস্ট ক্যান্সার ইউনিটের ডঃ একেএম মিনহাজ উদ্দিন ভূইয়া, এনআইসিআরএইচ এর রেজিষ্টার ডঃ আবদুল্লাহ আল মামুন ও মেডিকেল অফিসার ডঃ সাজিয়া খানবৃন্দ নারীদের ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা ও তার প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় বক্তারা জানান বিশ্বব্যাপী প্রায় ২.৩ মিলিয়ন নারী প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশে বছরে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যকার খাদ্যাভ্যাস গড়ে তোলাসহ জনসচেতনাই নারীদের স্তন ক্যান্সারের মতো ভয়াবহ মরণ ব্যাধী থেকে রক্ষা করতে পারে।
এছাড়াও সভায় বক্তারা স্তন ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধে জনসেচেতনা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিত কার্যক্রমের উপর অধিক গুরুত্বারোপ করেন।