ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম- মোঃ মোস্তাফিজুর রহমান।
সোমবার (১১ এপ্রিল ২০২২) রাত ৮:৩০ টায় মতিঝিল থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিম ।
অভিযানে নেতৃত্ব দেয়া সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মান্না দে ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মতিঝিল থানার আরামবাগ ক্যাফে মারলিন রেস্তোরাঁর সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৭৮০০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ব্যবহ্রত একটি মোবাইলসেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত মোস্তাফিজুর দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম-বার এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মান্না দে এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।