ডিএমপি নিউজ: ধানমন্ডির মডেল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- রায়হানুল ইসলাম খাঁন।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.) গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ধানমন্ডির ৪ নাম্বার রোডের ১৮ নাম্বার বাসার সামনে এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিমের এসআই মোঃ আব্দুল মান্নাফ সঙ্গীয় ফোর্সসহ রাত পৌনে নয়টায় সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানুল ইসলামকে গ্রেফতার করেন। এ সময় তার পিঠে ঝুঁলানো কালো রঙের একটি ব্যাগের ভিতর থেকে ৫৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ভাসমান অবস্থায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এসব ইয়াবা বিক্রি করে থাকে।
ধানমন্ডি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।