ডিএমপি নিউজ: রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ ১৬ চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-স্বপন খান (৪০), মাজাহারুল আলম (৩০), মিজানুর রহমান (৪২), মোঃ শাহজালাল (২৭), মোঃ ইমরান (৩৬), শাহাদাৎ হোসেন (৪৯), বাবুল মাঝি (৫২), নাসির উদ্দিন (৫৯), মোঃ রাহেল (৩৮), উত্তম ঘোষ (৫০), রাকিব হোসেন (২২), জাহাঙ্গীর আলম (৬০), আব্দুস ছালাম (৪৩), একরামুল করিম (৪৭), আমিনুল ইসলাম সুমন (৩৫), নাসির উদ্দিন (৫৯) ও রেহেনা আক্তার রুনা (২৪)।
২ আগস্ট, ২০১৯ শুক্রবার রাত ৮.০০টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট হতে ছোট বড় ৩৬টি লাগেজ থেকে ভারতীয় শাড়ী, কসমেটিকস, থ্রি পিস, ওয়ান পিস, এমিটিশনের গয়না, মোবাইল, ঔষধ, বিস্কুট ও চকলেট উদ্ধার হয়।
ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এসব মালামাল সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাইভাবে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে।