ডিএমপি নিউজ: রাজধানীর পল্লবী থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ যৌন সামগ্রীসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান লাভলু ও মোঃ সহিদুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, শনিবার (৩ ডিসেম্বর ২০২২ খ্রি.) মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে, একটি সংঘবদ্ধচক্র বিপুল পরিমাণ যৌন সামগ্রীসহ পল্লবী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্ধ্যা ৬:১৫ টায় পল্লবীর সেকশন#৬ এর একটি বাসা থেকে মেহেদী ও সহিদুল নামের দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ যৌন সামগ্রী উদ্ধার করা হয়।
ডিএমপির পল্লবী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানানএই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।