বিপুল পরিমান গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম। গ্রেফতারকৃতের নাম মোঃ সানি মিয়া (২৫)।
গোয়েন্দা উত্তর বিভাগ সূত্রে জানানো হয় আজ ৩০ জুন, ২০১৯ সন্ধ্যা সাতটায় যাত্রাবাড়ীর রায়েরবাগ যমুনা ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে সানিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এই বিপুল পরিমান গাঁজা পরিবহণে একটি পিকআপও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আরো কয়েকজন পালিয়ে যায়, যাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ সানি মিয়া (২৫) জানায়, এই মিনি পিকাপ যোগে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ঢাকার যাত্রাবাড়ীসহ গাজীপুর এলাকায় সরবরাহ করে থাকে।
এ সংক্রান্তে সানিসহ পলাতকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।