খিলক্ষেত থানা এলাকা হতে বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বহনকারী ক্যাভার্ড ভ্যানসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ড্রাইভার মোঃ মনির হোসেন ওরফে ইকবাল (২৬) ও মোঃ ওসমান (২০)।
ডিবি উত্তর বিভাগ সূত্রে জানানো হয় ৯ এপ্রিল, ২০১৯ রাত ৯ টায় খিলক্ষেত থানার ৩০০ ফুট রাস্তার বসুন্ধরা কনভেনশন সেন্টারের বিপরীত পাশের পুলিশ চেকপোস্ট এ পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ওই ২ জনকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম। এ সময় তাদের হেফাজত হতে ১টি ক্যাভার্ড ভ্যানসহ ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে তারা সীমান্তবর্তী বি-বাড়ীয়া জেলা হতে ওই ক্যাভার্ড ভ্যানে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় বক্স তৈরি করে গাঁজা সরবরাহ করছিলো।
এ সংক্রান্তে ডিএমপি’র খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের সাথে জড়িত আরো কয়েকজনকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।