ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামে জাল দলিলাদি ও বিভিন্ন সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের সীল মোহরসহ জাল জালিয়াতি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতরা হল-হাবিবুল্লাহ (৫৬) ও মোঃ ইউসুফ (৪২)।
২৮ মার্চ ২০১৯ দুপুর ০২.৩০ টায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কোর্টহিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ১টি ল্যাপটপ, ১টি স্ক্যানার মেশিন, জাল দলিলাদি ও বিভিন্ন সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের ৭৫টি সীল মোহর উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ডিবি সূত্রে জানা যায়, তারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের রাবার ষ্ট্যাম্প (সীলমোহর) দ্বারা অবৈধভাবে জমির খতিয়ান, নামজারি, জাল দলিল ইত্যাদি প্রস্তুত করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।