ডিএমপি নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃরা হলো মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রাকিব।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এরশাদ আহম্মেদ ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে দুই ছিনতাইকারী আগত যাত্রীদের মালামাল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টা করে। থানা পুলিশ এই তথ্য পেয়ে শনিবার ৫ অক্টোবর ২০২৪ সেখানে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রাকিব নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এর নিকট নিয়ে গেলে তিনি মোঃ আমিনুল ইসলামকে এক বছরের বিনাশ্রম ও মোঃ রাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও পশ্চিম থানাসহ টঙ্গী পূর্ব থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে যোগ করেন পুলিশের এই কর্মকর্তা। সাজাপ্রাপ্ত আমিনুল ও রাকিবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।