হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি ফিরে এলেন মৃত্যুর মুখ থেকে। জানা গেছে, জেনিফারের ব্যক্তিগত জেট প্লেনের দুটি ইঞ্জিন উড়ানের সময় নষ্ট হয়ে যায়। যার ফলে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি।
শনিবারর শপিং-এর জন্য লুইসভিলে যাওয়ার সময় এ ঘটনার কবলে পড়েন জেনিফার। বিমানটি মাটি থেকে যখন ৩১ হাজার ফিট উচ্চতায় উড়ছিল তখন এটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। প্রথম ইঞ্জিনটি নষ্ট হওয়ার পর প্লেনটিকে বাফেলোতে জরুরি অবতরণ করা হয়। অবতরণের কয়েক মুহূর্ত আগে দ্বিতীয় ইঞ্জিনটিও নষ্ট হয়ে যায়।
তবে এই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি অস্কারজয়ী এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে জেনিফারের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি অভিনেত্রীর। অক্ষত অবস্থাতেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি।