সোমবার রাশিয়া যাওয়ার পথে এক মারাত্মক দুর্ঘটনারি মুখে পড়েছিল সৌদি আরবের ফুটবল টিম। মাঝ আকাশে তাদের বহনকারী বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। তবে এ ঘটনায় কোনো খেলোয়ার হতাহত হননি। তারা নিরাপদে রোস্তভ শহরে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন।
সোমবার এক টুইটার বার্তায় সৌদি ফুটবল ফেডারেশন খেলোয়ারদের নিরাপদে রুশ শহর রোস্তভে পৌঁছানোর কথা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, খেলোয়ারদের বহনকারী বিমানটি রোস্তভ বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে আগুন ধরে যায় বিমানের একটি পাখায়। তবে দ্রুত তা নিয়ন্ত্রণ করায় কোনো রকম অঘটন ছাড়াই রাশিয়ায় পৌঁছেছেন খেলোয়াররা। খবর সৌদি গেজেট/ আরব নিউজ।
সেখানকার সোস্যাল মিডিয়াগুলোতে বিমানের যেসব ছবি প্রকাশিত হয়েছে সেখানেও আগুন লাগার ছবি স্পষ্ট।
এই রোস্তভ স্টেডিয়ামেই আগামীকাল বুধবার (২০ জুন) বিশ্বকাপ ফুটবলের শক্তিশালী দল উরুগুয়ের মোকাবেলা করবে সৌদি ফুটবল টিম। এর আগে তারা গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। তাদের ৫-০ গোলে হারিয়েছে এবারের বিশ্বকাপ ফুটবল দলের অয়োজক দেশ রাশিয়া।