সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের অন্তত দুই সেনা নিহত হয়েছে।বৃহস্পতিবার সকালে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া সিরিজ পোস্টে এ খবর জানিয়েছে।
টুইটার বার্তায় জানানো হয়েছে, সিরিয়ার বিমান হামলায় তুরস্কের আরো দুই সেনা আহত হয়েছে। তবে সিরিয়ার পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয় নি। আজকের এই দুই সেনাসহ সিরিয়ার হামলায় এ পর্যন্ত তুরস্কের ১৮ সেনা নিহত হলো। ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সেখানে সেনা মোতায়েনের মাধ্যমে কার্যত উগ্রবাদী সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার বিমান হামলার পর দেশটির সরকারি বাহিনীর অবস্থানে তুর্কি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া, সিরিয়ার তিনটি ট্যাংক দখল করেছে বলেও দাবি করেছে তুর্কি মন্ত্রণালয়।
সিরিয়ার প্রায় শতকরা ৯০ ভাগ এলাকা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে একটা বিরাট অংশ এখনো উগ্রবাদী সন্ত্রাসীদের দখলে রয়েছে। ইদলিব এখন সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি বলে বিবেচিত হচ্ছে। সন্ত্রাসীদের চূড়ান্ত পতনের জন্য সিরিয়ার বাহিনী মিত্র যোদ্ধাদের নিয়ে অভিযান চালাচ্ছে। এতে বিমান সহায়তা দিচ্ছে রুশ সেনারা।-পার্স টুডে