ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডারকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে সোমবার ইরাকি নিরাপত্তা বাহিনী এবং মিলিশিয়া কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। ইরাক-সিরিয়া সীমান্তে শনিবার এবং রবিবার মাঝামাঝি সময়ে বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডার নিহত হন। তবে ওই কমান্ডারের পরিচয় এখনো জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।
ইরাকি কর্মকর্তারা জানান, ওই কমান্ডারসহ আরো তিনজন এক গাড়িতে ছিলেন। ওই গাড়ি অস্ত্রসহ ইরাক সীমান্ত বরাবর যাচ্ছিল এবং সিরিয়া অঞ্চলে প্রবেশ করা মাত্র হামলার শিকার হয়।
দুইজন কর্মকর্তা জানান, ইরান সমর্থিত ইরাকি আধাসামরিক দল ওই কমান্ডারের দেহ উদ্ধারে সাহায্য করে। তবে ঠিক কোন সময়ে ওই হামলা হয় তা জানাতে অস্বীকৃতি জানায় এই দুই কর্মকর্তা।
স্থানীয় সেনাবাহিনী এবং মিলিশিয়া সূত্র ইরানের কমান্ডার নিহতের খবর নিশ্চিত করেছে। তবে ইরানের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে এর কয়েক দিন আগে ইরানের শীর্ষ এক পরমানু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন।