লিবিয়ার দক্ষিণাঞ্চলের মুরজুক শহরে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স বরাতে আরো জানা যায়, এতে আরো ৫২ জন আহত হয়েছেন।
এদিকে দেশটির সেনা কর্মকর্তা খলিফা হাফতারের প্রতি অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) রোববার রাতে শহরটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে এলএনএ জানায়, বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। পাশের দেশ চাদের বিরোধী যোদ্ধাদেরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
দ্য লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় স্থানীয় অ্যাক্টিভিস্টদের পোস্ট করা এক ভিডিওতে এই হামলায় ভুক্তভোগীদের মরদেহগুলো দেখা গেছে।
দেশটির রাজধানী ত্রিপোলি ভিত্তিক প্রেসিডেনশিয়াল কাউন্সিল এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং এর জন্য দায়ী হাফতারের অনেক সৈন্যকে আটক করেছে।
এই প্রেসিডেনশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে লিবিয়ায় জাতিসংঘ মিশনের কাছে এই হামলার ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছে।