অবশেষে শুভ পরিণয় সম্পন্ন হলো। সকালেই বিয়ে করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের কথা ঘোষণা করবেন জাস্ট ম্যারেড এই যুগল।
সোমবার সকালেই জ্যোতিষীরা জানিয়েছিলেন বিয়ে হয়ে গেছে বিরাট ও আনুশকার। এই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন দুই তারকা।
যদিও আনুশকার পারিবারিক বন্ধুরা জানিয়েছেন ইতালির মিলানের সেই প্রাসাদ ভাড়া করা হয়েছে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। কেউ আবার বলছিলেন এ সপ্তাহের শেষেই হবে বিয়ে। যে যাই বলুক, ইতালির মিলানে পরিণয় সম্পন্ন হল তাদের।
সূত্রের খবর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেণ্ডুলকর, যুবরাজ সিং, শাহরুখ খান, আমির খান, আদিত্য চোপরা। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বিশাল রিসেপশন দেওয়ার কথা বিরাট-আনুশর। সেখানে ক্রিকেট এবং বলিউডের তারকারা আমন্ত্রিত হবে বলে জানা গেছে।