ডিএমপি নিউজঃ দেশের মৎস্য ও জলজ সম্পদ রক্ষার জন্য ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৩’ শুরু করেছে নৌ পুলিশ।
দেশের মৎস্য ও জলজ সম্পদ রক্ষার জন্য মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল প্রকার অবৈধ জাল নির্মূল সংক্রান্তে গত ২৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অনুযায়ী মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল অপসারনে বাংলাদেশের ১৭টি জেলায় (পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, নোয়াখালি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, লক্ষীপুর, শরিয়তপুর, মাদারিপুর ও চাঁদপুর) এ চার ধাপে ৩০ দিনব্যাপী ‘বিশেষ কম্বিং অভিযান ২০২৩’ পরিচালনা করা হবে। সরকারি এই নির্দেশনা বাস্তবানে নৌ পুলিশের ০৬ টি অঞ্চল (বরিশাল, চাঁদপুর, খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুর) এর ৬১টি থানা ফাঁড়ি অভিযান পরিচালনা করছে।
‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৩’ এর ২য় পর্যায়ের অভিযান গত ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে। গত ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিনের অভিযানে নৌ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে মোট ০১ কোটি ১৩ লক্ষ ৬২ হাজার ৪০০ মিটার অবৈধ জাল ও ৪ হাজার ২৩৫ কেজি জাটকা জব্দ করে। এই অভিযানে মোট ০৫টি নৌযান আটক করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করায় ৫২ জনকে গ্রেফতার করা হয়।
‘বিশেষ কম্বিং অভিযান ২০২৩’ পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম-বার, পিপিএম বলেন, “দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করছে। দেশের মৎস্য সম্পদকে আরো সমৃদ্ধ করার জন্য নৌ পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”