৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতোমধ্যে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে শুরু হয়েছে টিকিট বুকিং।
২৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি। আইসিসির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। সেখান থেকে ভেন্যু ও কোন কোন দেশের খেলা দেখতে ইচ্ছুক সেটি নির্বাচন করতে হবে। এরপর ২৫ আগস্ট থেকে পছন্দসই দলের নির্বাচন করা ভেন্যুতে থাকা ম্যাচগুলোর টিকিট কেনা যাবে অনলাইনে। রেজিস্ট্রেশন করতে নাম, দেশ, জন্ম তারিখ, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন ছাড়া অনলাইনে টিকিট কেনা যাবে না। কয়েকভাগে ভাগ করে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।
আসুন জেনে নেই কোন ম্যাচের টিকিট কবে বিক্রি হবে-
২৫ আগস্ট- ভারত ছাড়া বাংলাদেশসহ বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ
৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ
৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল
সূত্র: আরটিভি অনলাইন