ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে মাঠে নামতে হয় নতুন ওপেনিং জুটি নিয়ে৷ তবে সেই নতুন ওপেনিং জুটিই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধ নতুন রেকর্ড গড়ে৷
রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি ওল্ড ট্র্যাফোর্ডে শতরানের গণ্ডি পার করিয়ে দেয় ভারতকে৷ তবে তার আগেই নতুন নজির গড়ে তারা৷ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি৷ রোহিতরা ভেঙে দেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোৎ সিং সিধুর গড়া ৯৬ বিশ্বকাপের রেকর্ড৷ সচিন ও সিধুর ৯০ রানের পার্টনারশিপই এতদিন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ছিল৷ রোহিত-লোকেশ সেটাকে দীর্ঘায়িত করে নতুন ইতিহাস গড়েন৷ শেষমেশ প্রথম উইকেটের জুটিতে ১৩৬ রান করে আউট হন লোকেশ৷