রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। এরইমধ্যে শেষ প্রস্তুতি নিয়ে ফেলেছে অংশগ্রহণকারী ৩২টি দেশ৷ চূড়ান্ত স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই রাশিয়ায় পা দিতে শুরু করেছে তারা৷ এবারের বিশ্বকাপ আসরে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। ভারসাম্যপূর্ণ একটি দল ঘোষণা করেছে ১৯৯৮’এর বিশ্বচ্যাম্পিয়ন তথা ২০০৬’এর রানার্স ফ্রান্স।
ফ্রান্স (গ্রুপ-সি)
ফিফা ব়্যাংকিং: ৭ (৭ জুন, ২০১৮ প্রকাশিত তালিকা অনুযায়ী)
বিশ্বকাপ খেলছে: ১৫ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (গ্রুপ লিগ, সপ্তম স্থান)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (কোয়ার্টার ফাইনাল, সপ্তম স্থান)
সেমিফাইনালে উঠেছে: ৫ বার
ফাইনালে উঠেছে: ২ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ১ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৯৮)
পরিসংখ্যান: ম্যাচ-৫৯, জয়-২৮, ড্র-১২, হার-১৯, গোল করেছে-১০৬, গোল হজম করেছে-৭১
কোচ: দিদিয়ের দেশঁ
তারকা ফুটবলার: আঁতোয়া গ্রিজমান
ফরাসি স্কোয়াড:
গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার), স্তিভ মাঁদাঁদা (অলিম্পিক মার্সেই), আলফঁস আরিওলা (প্যারিস সাঁ জা)৷
ডিফেন্ডার: জিবরিল সিদিবে (এএস মোনাকো), বেঞ্জামিন পাভার্দ (স্টুটগার্ট), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), প্রেসনেল কিম্পেম্বে (প্যারিস সাঁ জা), আদিল রামি (অলিম্পিক মার্সেই), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা), লুকা হার্নান্ডেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), বেঞ্জামিন মেন্ডি (ম্যাঞ্চেস্টার সিটি)৷
মিডফিল্ডার: পল পোগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), এনগোলো কঁতে (চেলসি), করেঁতিঁ তোলিসো (বায়ার্ন মিউনিখ), ব্লেইস মাতুইদি (জুভেন্তাস), স্টিভেন এনজঁজি (সেভিয়া এফসি)৷
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (প্যারিস সাঁ জা), অলিভিয়ের জিরুদ (চেলসি), আঁতোয়া গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), নাবিল ফেকির (অলিম্পিক লিয়ঁ), ফ্লোরিয়াঁ থাউভিন (অলিম্পিক মার্সেই), থমাস লেমার (এএস মোনাকো)৷
গ্রুপে প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক