আরো একটি নতুন মুকুট উঠলো সৌরভ গাঙ্গুলির মাথায়৷ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে এবার পাওয়া যাবে নতুন ভূমিকায়৷ ২০১৯ ইংল্যান্ডের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর৷ ৩০ মে থেকে শুরু হচ্ছে সেই বিশ্বকাপ৷ তার আগে আরও একটি বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ড ও ওয়েলসে৷ লন্ডনের মাটিতে এবার পথচারী শিশুদের নিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে৷ সেখানেই বিশেষ দায়িত্বে পাওয়া যাবে সৌরভকে৷
বিশেষ ধরনের এই বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের শুভেচ্ছাদূত করা হয়েছে সৌরভকে৷ ৭ মে লর্ডসে বসতে চলেছে টুর্নামেন্টের ফাইনাল৷