বিশ্বকাপ ফাইনালের সময় দেশব্যাপী নিরাপত্তার জন্য আগামী রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ১ লাখ ১০ হাজারেরও বেশী পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল চলাকালে উৎসবকে নিরাপদ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব শুক্রবার জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফ্রেঞ্চরা যাতে এই উৎসবমুখর পরিবেশটি নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে সে লক্ষ্যে এই নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারণ সেখানে উচ্চপর্যায়ের সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে।’