বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ-আই’তে পোল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলের ড্র হয়েছে।
৭২ মিনিটে হ্যারি কেনের গোলে ইংল্যান্ড ম্যাচে লিড নেয়। জয়ের পথে থাকা তাদের স্বপ্নভঙ্গ হয় নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ে। সিমান্সকির গোলে খেলায় সমতা ফেরায় পোল্যান্ড এবং তাদের বিশ্বকাপের খেলার স্বপ্নও টিকে থাকলো।
৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে পোল্যান্ড। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে।