ডিএমপি নিউজঃ না ফেরার দেশে চলে গেলেন বিশ্বখ্যাত রক গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৬অক্টোবর) ৬৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভ্যান হ্যালেনের ছেলে ওল্ফগ্যাং বলেন, ‘ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে হেরে গেলেন।’
ভ্যান হ্যালেন ছিলেন একাধারে গীতিকার, প্রযোজক ও গিটারিস্ট। তাকে তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট বলা হয়। আমেরিকান রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। দু’হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিং করার জন্য তিনি অসম জনপ্রিয় ছিলেন।
২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন ভ্যান হ্যালেন।