ডিএমপি নিউজ: বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৪ হাজার জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮১ হাজার ৯৬২ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৫৭৮ জন। বিশ্বে মৃত্যু বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;
১. যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৫৯৩ জনের।
২. ভারত: বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৩০ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৭৩ জনের।
৩. ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটি আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত হয়েছে ৪৬ লাখ ২৭ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৫ জনের।
৪. রাশিয়া: বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ২৪১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭৯৯ জনের।
৫. কলম্বিয়া: আক্রান্ত বিবেচনায় ৫ম স্থানে রয়েছে কলম্বিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৪৬ জনের।
৬. পেরু: আক্রান্ত বিবেচনায় ৬ষ্ঠ স্থানে রয়েছে পেরু। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ হাজার ৮৭০ জনের।
৭. মেক্সিকো: আক্রান্ত বিবেচনায় সপ্তম স্থানে রয়েছে মেক্সিকো। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৯৪৯ জনের।
৮. স্পেন: আক্রান্ত বিবেচনায় ৮ম স্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৪ জনের।
৯. দক্ষিণ আফ্রিকা: আক্রান্ত বিবেচনায় ৯ম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৫ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ২০৬ জনের।
১০. আর্জেন্টিনা: আক্রান্ত বিবেচনায় দশম স্থানে রয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৭৬ জনের। সূত্র: ওর্য়াল্ডোমিটার