বিশ্বের দীর্ঘ যাত্রীবাহী ট্রেন চালিয়ে নতুন রেকর্ড গড়েছে সুইজারল্যান্ডের একটি রেল কোম্পানি। এই যাত্রীবাহী ট্রেনে ছিল ১০০ বগি। লম্বায় যেটি ১.৯ কিলোমিটার বা ১.২ মাইল। আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই ট্রেন।
সুইজারল্যান্ডের প্রকৌশলখাতের অর্জনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়। আর এই আয়োজন করা হয় সুইস রেলওয়ের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে।
এই ট্রেনে ছিল সাড়ে ৪ হাজার সিট আর ৭ চালক। সূত্রঃ বিবিসি