‘শর্ট ম্যাসেজ সার্ভিস’বা এসএমএস যা ইতিহাসে প্রথমবারের মতো পাঠানো হয়েছিলো ১৯৯২ সালের ৩ ডিসেম্বর। সেই এসএমএস-টি নিলামে কোটি টাকায় বিক্রি করলো প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান।
২৯ বছর আগে পাঠানো সেই এসএমএসটি ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন প্রকৌশলী ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। ১৫ অক্ষরের সেই এসএমএসে লেখা ছিলো- ‘মেরি ক্রিসমাস’।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১ লাখ ২১ হাজার মার্কিন ডলারে ( বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা) ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে সেই এসএমএস।
প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এই নিলাম ডাকে। তথ্যসূত্রঃ অনলাইন