বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন প্রকাশ করবে বলে জানিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। এদিকে হুয়াওয়ে চীনে তাদের ক্রেতার সংখ্যা ও বাজারের উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে।
হুয়াওয়ে চলতি মাসের শুরুতে তাদের মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে একটি জেড আকৃতির চিত্রসহ ইভেন্টের ঘোষণা করে। চিত্রটি তাদের ডুয়াল-হিংড (দুটি ভাঁজযুক্ত স্মার্টফোন) হ্যান্ডসেটের অনুরূপ। হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ চেংডং উইবোর একটি রি-পোস্টে বলেছেন যে ‘হুয়াওয়ের সবচেয়ে এগিয়ে থাকা, উদ্ভাবনী এবং বিপ্লবী পণ্য আসছে।’
যদিও হুয়াওয়ে তাদের নতুন পণ্য সম্পর্কে ঘোষণায় ডিভাইসটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
একটি পৃথক উইবো পোস্টে রিচার্ড ইউ চেংডং জানান, কোম্পানির প্রত্যাশিত ডিভাইসটির নাম হবে মেট এক্সটি। মেট নামটি হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে গত বছরের মেট ৬০ প্রো, যা চীনে হুয়াওয়ের পুনরুত্থানে বিশেষ ভূমিকা রাখে। এরপর এপ্রিলে পিউরা ৭০ আসার পর অ্যাপল দেশটিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়। উল্লেখ্য, চীন অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি। তথ্যসূত্র:বনিকবার্তা