জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ইরান-আমেরিকা কূটনৈতিক দ্বন্দ্ব আরও তুঙ্গে। আমেরিকার চেয়েও বেশী শক্তিশালী বোমা ইরানের কাছে মজুদ রয়েছে। এমন দাবি করেছেন ইরানের আইআরজিসি’র এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০ টনের এই বোমা ‘মাদার অফ অল বম্বস’ নামকরণ করা হয়েছে। ইরানি ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি জানিয়েছেন , মারাত্মক ধ্বংসক্ষমতা সম্পন্ন বোমা বিমান থেকে ফেলা যাবে।
মার্কিন বোমা ‘MOB জিবিইউ-৪৩ /বি’-র সঙ্গে তুলনা করে এই তিনি জানিয়েছেন, এটি ‘মাদার অব অল বম্বস’। উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন সেনা MOB জিবিইউ-৪৩ /বি বোমাটি ইরানের উপর নিক্ষেপ করেছিল। সেই আক্রমণেরই পাল্টা জবাব এই বোমা।
ইরানের তৈরি ওই বোমার শক্তি ১৮ হাজার পাউন্ড টিএনটির সমান। ২২ হাজার পাউন্ড বা নয় হাজার আটশো কিলোগ্রাম বোমা।