ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি! প্রেম নিবেদন থেকে অন্তিম শ্রদ্ধা জানানো —সবতেই প্রয়োজন হয় ফুলের। যে কোনও অনুষ্ঠান সাজিয়ে, সুরভিত করে তুলতে ফুলের জুড়ি মেলা ভার! জানেন বিশ্বের সবচেয়ে দামি ফুলের নাম কি? জুলিয়েট রোজ।
এটি এক ধরনের গোলাপ। আকারে বেশ বড় আর ছড়ানো। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ। জুলিয়েট রোজ-এর একটির দাম প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ডলার। ভাবা যায়!