ইন্দোনেশিয়ার পশ্চিম মধ্য সুমাত্রার জঙ্গলে খোঁজ পাওয়া গেছে রেফলিশিয়া নামে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ফুলের । ফুলটির আকৃতি ৩ দশমিক ৬ ফুট বা ১১১ সেন্টিমিটার । সংশ্লিষ্টদের দাবি এ ফুলটিই বিশ্বের সবচেয়ে বড় ফুল ।
লাল রঙের এ ফুলটিতে সাদা সাদা ছোপ দেখা যায়। এটি একটি পরজীবী বা মাংশাসী ফুল। সাধারণত কীট-পতঙ্গ খেয়ে বিশেষ প্রজাতির এ ফুলটি বেঁচে থাকে ।কয়েক বছর আগে ১০৭ সেন্টিমিটার আকৃতির একটি রেফলিশিয়া ফুল বিশ্বের সবচেয়ে বড় ফুলের স্বীকৃতি পেয়েছিল। সেটাও অবশ্য সুমাত্রার জঙ্গলেই দেখা গেছিল।
সুমাত্রা দ্বীপের সংরক্ষণকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত রেফলিশিয়া ফুলের যত রেকর্ড রাখা হয়েছে তার মধ্যে এবারের ফুলটিই সবচেয়ে বড়।
জানা গেছে, এ ফুল মাত্র এক সপ্তাহ স্থায়ী হয়। এরপরই তা ঝরে যায়, না হয় পচে যায়।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনসেও এ ফুল দেখা যায়। তবে সেখানে এ ফুলের আকৃতি সর্বোচ্চ ১০০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।