ম্যাক্সিম ম্যাগাজিনের এক সমীক্ষায় প্রিয়াঙ্কা চোপড়াই বিশ্বের ‘হটেস্ট ওম্যান ইন দ্য প্ল্যানেট’। সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের স্পেশ্যাল এক সংখ্যায় বিশ্বের ১০০ জন হট মহিলার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সবার প্রথমে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।
রেকর্ড সংখ্যক চতুর্থবারের মতো এ খেতাব অর্জন করলেন প্রিয়াঙ্কা। ২০১১, ২০১৩ ও ২০১৬ সালে এ কৃতিত্ব অর্জন করেছিলেন এই অভিনেত্রী। ম্যাগাজিনটির নতুন সংখ্যার প্রচ্ছদেও জায়গা পেয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’।
বলিউডে নিজের জায়গা তৈরি করতে কম পরিশ্রম করেননি প্রিয়াঙ্কা৷ জানিয়েছিলেন, তিনি ১৬ ঘণ্টা করে কাজ করেন তিনি৷ বার্থ ডে সেলিব্রেশন কিংবা পার্টি কোনও কিছুকেই তোয়াক্কা করেন না৷ সবার আগে কাজকেই জায়গা দেন৷ সেই কঠিন পরিশ্রমেপ ফল পাচ্ছেন তিনি৷ সেক্সিয়েস্ট হওয়ার নেপথ্যে আছে এই পরিশ্রমের ইতিবৃত্তই৷ পাঁচ পাঁচ বার এই শিরোপায় যেন সে কথাই আরও একবার বিশ্ববাসীকে জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা৷