ডিএমপি নিউজ: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড–১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৪ হাজার ২৬৩ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ১১ কোটি ৯ লাখ ১৩ হাজার ৬৪৬ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৫৫ জন।
যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৫০ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩০৯ জনের।
ভারত: বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৬৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ১২৩ জনের।
ব্রাজিল: মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটি আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ হাজার ২৩৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬১০ জনের।
রাশিয়া: বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৩৯ হাজার ৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৩৯৬ জনের।
যুক্তরাজ্য: বিশ্বে আক্রান্ত বিবেচনায় ৫ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৮৩ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৮৭ জনের।