বিশ্বে ওমিক্রনের বাড়বাড়ন্ত। সব দেশই নিজের মতো লড়ছে। সব দেশেই চলছে টিকাকরণের নানা প্রক্রিয়া। এই পরিস্থিতিতে ইজরায়েলের একটি পর্যবেক্ষণ বেরিয়ে এসেছে। তাতে জানা যাচ্ছে, কোভিড-১৯ ভ্যাকসিনের চতুর্থ ডোজ খুবই ভালো বুস্টার ডোজ হিসেবে কাজ করে। এর ফলে অ্যান্টিবডি অন্ততপক্ষে ৫ গুণ বেড়ে যায়। সে দেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট-ও এই মর্মেই মত প্রকাশ করেছেন।
ইজরায়েলে এ বিষয়ে একটি ট্রায়াল চলছে। এবং এই জাতীয় ট্রায়াল ইজরায়েলেই প্রথম। তারা সে দেশের ‘ফ্রন্টলাইন ওয়ার্কার’ এই মুহূর্তে মূলত স্বাস্থ্যকর্মীদের, ষাটোর্ধ্ব নাগরিকদের এবং যাঁদের ইতিমধ্যেই ক্ষীণ রোগপ্রতিরোধক্ষমতাসম্পন্ন হিসেবে চিহ্নিত করা গিয়েছে, তাঁদের এই চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে।
প্রাথমিক পর্যবেক্ষণ থেকে জানা যাচ্ছে, বুস্টার ডোজ হিসেবে চতুর্থ ডোজ দেওয়ার ফলাফল আপাতত ইতিবাচকই। কোনও কোনও ক্ষেত্রে বেশি কার্যকরীও।-জি নিউজ