রড লেভার এরিনায় ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির গড়লেন রজার৷গত বছর অল ইংল্যান্ড ক্লাবে যাঁকে হারিয়ে ১৯ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, রবিবার মেলবোর্ন পার্কে তাঁকে হারিয়ে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ফেড-এক্স৷ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিরুদ্ধে পাঁচ সেটের (৬-২,৬-৭,৬-৩,৩-৬,৬-১) রুদ্ধশ্বাস লড়াই জিতে বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন রজার ফেডেরার৷
এ নিয়ে মেলবোর্ন পার্কে ছ’বার ট্রফি জিতলেন রজার৷ সেই সঙ্গে রাফায়েল নাদালকে সরিয়ে ফের বিশ্বের এক নম্বরের সিংহাসনে বসার হাতছানি ফেডেরারের৷ রাফা আকুপুলকো টুর্নামন্টের সেমিফাইনালে উঠতে না-পারলে ৫ মার্চে ব়্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের তকমা ছিনিয়ে নেবেন রজার৷ অস্ট্রেলিয়ান জিতে নাদালের থেকে মাত্র ১৫৫ পয়েন্ট পিছিয়ে রয়েছেন ফেডেরার৷
রড লেভেল এরিনায় এদিন শুরু থেকেই ছিল ৩৬ বছরের রজারের আধিপত্য৷ প্রথম সেটে চিলিচকে ৬-২ উড়িয়ে দেন বিশ্বের দু’ নম্বর সুইস তারকা৷ পরের সেটে রুদ্ধশ্বাস লড়াই করে ম্যাচে ফেরেন ক্রোয়েশিয়ান খেলোয়াড়৷ টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ১-১ করে চিলিচ৷ কিন্তু তৃতীয় সেটে ফের রজারের আধিপত্য৷ ৬-৩ সেট জিতে নেন গতবারের চ্যাম্পিয়ন৷ কিন্তু চতুর্থ সেটটা মোটেই ফেডেরার সুলভ ছিল না৷ দু’বার ফেড-এক্সের সার্বিস ব্রেক করেন চিলিচ৷ রজারকে দাঁড় করিয়ে ৬-৩ সেট জিতে নেন ২৯ বছরের ক্রোয়েশিয়ান তারকা৷ কিন্তু পঞ্চম সেটে (৬-১) নিজের জাত চিনিয়ে ম্যাচ জিতে নেন ফেডেরার৷সেই সঙ্গে রজার প্রমাণ করলেন চল্লিশ ছুঁই ছুঁইয়েও গ্র্যান্ড স্ল্যাম জেতা যায়৷
প্রথম সেটে আধিপত্য দেখে মনে হয়েছিল স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেবেন রজার৷ কিন্তু চিলিচের লড়াকু মনোভাবে জয় বিলম্বিত সুইস তারকার৷ ২০০৭-এর পর গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ১০ বছরের খরা কাটিয়েছিলেন ফেড-এক্স৷ পাঁচ সেটের লড়াইয়ে নাদালকে হারিয়ে পিট সাম্প্রাসের ১৭টি গ্র্যান্ড স্ল্যাম টপকে ছিলেন রজার৷ তার পর উইম্বলডনে এই চিলিচকে হারিয়ে ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন৷ আর ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেন জিতে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন রজার৷