পরিবেশ থেকে পাখিদের উধাও হয়ে যাওয়ার জন্য বিজ্ঞানীরা মোবাইল টাওয়ারকে অনেকটাই দায়ী করেছেন। সারা বিশ্বে ইস্পাত ছাড়া টাওয়ার তৈরির হাজারো প্রচেষ্টা চলেছে। কৃত্রিম তাল গাছ থেকে পাইন, খেজুর গাছ তৈরি করে চলেছে পরীক্ষা। তবে এই প্রথম বার বাঁশের সাহায্যে মোবাইল ফোনের টাওয়ার তৈরি করল বাংলাদেশের এক সংস্থা। ঢাকার উত্তরা এলাকায় একটি বাড়ির ছাদে পরীক্ষামূলক ভাবে এই টেলিযোগাযোগ টাওয়ারটি বসানো হয়েছে। ঢাকার ইডটকো গ্রুপ পরিবেশ বান্ধব এই টাওয়ারটি তৈরি করেছে।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল ইস্পাতের বিকল্প হিসাবে বাঁশের ব্যবহার নিয়ে গবেষণা করছিল। পরে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদের নেতৃত্বে তাঁরা পরীক্ষা করে। সাফল্যও আসে সেই পরীক্ষায়। ইশতিয়াক আহমেদের মতে, “বাঁশ যেরকম একদিকে সহজলভ্য, অন্য দিকে খরচাও কম। তাই টেলিযোগাযোগের জন্য বাঁশের বিকল্প কিছু নেই।”
১২ দিনের মধ্যে বাঁশের এই টাওয়ারটি তৈরি হয়েছে। গবেষকদের মতে, ঠিকঠাক দেখভাল করলে এই মোবাইল টাওয়ারের মেয়াদ ১০ বছরের কাছাকাছি হতে পারে। প্রায় ২১০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি সহ্য করতে পারবে এই টাওয়ার। একটিতে মোট আটটি অ্যান্টেনা বসানো যাবে। তবে বিশেষ ধরনের এই টাওয়ার তৈরির জন্য দরকার কাঁচা বাঁশ।