মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত অতিথিবৃন্দসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ বিশ্ব ইজতেমায় সমবেত হন। এ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বেশ কিছু পরামর্শ প্রদান করেছে।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়-
♦ খাওয়ার পূর্বে ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে।
♦ বাসি, পঁচা ও খোলা খাবার খাওয়া যাবে না।
♦ প্রতিবার পায়খানার পর সাবান দিয়ে ভালভাবে হাত ধুতে হবে।
♦ মেয়াদোত্তীর্ণ কোন প্যাকেটজাত খাবার না কেনা বা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
♦ অপরিচিত লোকের দেয়া কোন খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।
♦ অতিরিক্ত ঠান্ডায় ফুসফুস, শ্বাসনালী এবং পেটে মারাত্বক জীবাণু সংক্রমণ হতে পারে। বয়স্ক মুসল্লীদের এই ধরনের অসুস্থতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী, কাজেই গরম কাপড় পরতে হবে এবং ঠান্ডা থেকে সুরক্ষিত থাকতে হবে।
♦অসুস্থ হলে ইজতেমাস্থলে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বা শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-
→ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর- ০১৭৩০-৩২৪৮২১
→ টঙ্গী ইজতেমা ময়দানস্থ অস্থায়ী মেডিকেল ক্যাম্পসমূহ- ০২২২৪-৪১০০৯১-৩
→ ফায়ার সার্ভিস: ০২২২৮-৮১০০৭৭/০২২২৮-৮১০০৮২
→ এ্যাম্বুলেন্স: ০১৩২৪-৫৯১১৭৭, ০১৮৭৭-৩৩৮৯৯৭ (সার্বক্ষণিক)
→ কন্ট্রোল রুম: ০২২২৪-৪১০০৬৫