হার্ডলসে ম্যাকলিওডের চমক, মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন ফেইথ কিপিয়েজোন, সিম্পসনের রৌপ্য আর ব্রোঞ্জ কাস্টার সেমিনিয়ার, শীর্ষ তিনেও জায়গা নেই বোল্ট-টমসনের দেশ জ্যামাইকার
বিশ্বচ্যাম্পিয়নশিপে চমক দেখালেন জ্যামাইকার ওমর ম্যাকলিওড। সোমবার ১১০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জয়ের স্বাদ পেলেন তিনি। ২৩ বছর বয়সী এই জ্যামাইকান এ্যাথলেট স্বর্ণপদক জিততে সময় নেন মাত্র ১৩.০৪ সেকেন্ড। ১২.১৪ সেকেন্ড ফিনিশিং লাইন স্পর্শ করে রৌপ্য জয়ের স্বাদ পান সার্জি শুভেঙ্কোভ। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেন হুন্ডুরাসের বালাজ বাজি। সেজন্য তিনি সময় নেন ১৩.২৮ সেকেন্ড। অথচ ফেবারিটের তকমাটা এদিন গায়ে মাখা ছিল এরিস মেরিটের। কিন্তু শীর্ষ তিন তো দূরের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা এ্যাথলেট প্রতিযোগিতা শেষ করেছেন পঞ্চম স্থানে থেকে। এজন্য তিনি সময় নেন ১৩.৩১ সেকেন্ড।
জ্যামাইকাকে স্বর্ণপদক উপহার দিতে পেরে দারুণ রোমাঞ্চিত ওমর ম্যাকলিওড। প্রতিযোগিতা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আসলেই দারুণ পাগলাটে ব্যাপার। মনে হচ্ছে এই মুহূর্তটাই আমার। সত্যিই আমি এখানে জ্যামাইকার পতাকা উঁচিয়ে ধরার জন্য এসেছিলাম। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। সত্যি কথা বলতে আমার জন্য এটা বিশেষ কিছু। এখানে অনেক চাপ নিয়েই এসেছিলাম। তবে আমি সবসময়ই ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়েছি এবং শেষ পর্যন্ত তারই ফল পেয়েছি।’ জ্যামাইকার জন্য এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর খুব ভাল ফল বয়ে আনতে পারেনি। কেননা তাদের সেরা তারকা উসাইন বোল্ট ব্যর্থ হয়েছেন সমর্থকদের প্রত্যাশা মেটাতে। ১০০ মিটার প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় তো দূরের কথা শেষ পর্যন্ত তৃতীয় হয়ে প্রতিযোগিতা শেষ করেছেন তিনি। যদিওবা এখনও ৪ গুণিতক ১০০ মিটার ইভেন্টে এখনও খেলবেন ইতিহাসের দ্রুততম মানব। শুধু উসাইন বোল্ট কেন? মেয়েদের ১০০ মিটারেও স্বর্ণপদক জিততে ব্যর্থ হয়েছেন এলেইন থমসন। তাই ম্যাকলিওড এই পুরস্কার স্বদেশী কিংবদন্তি উসাইন বোল্টকে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, ‘সে তো উসাইন বোল্ট। এখনও কিংবদন্তি। এই পুরস্কার আমি তারজন্য উৎসর্গ করলাম।মেয়েদের ১৫০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন ফেইথ কিপিয়েজোন। ৪ মিনিট ২.৫৯ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছেন কেনিয়ার এই এ্যাথলেট। ৪ মিনিট ২.৭৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে রৌপ্য জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা এ্যাথলেট জেনিফার সিম্পসন। আর ৪ মিনিট ২.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমিনিয়াকে। দক্ষিণ আফ্রিকার এই তারকা এ্যাথলেট জেন্ডার নিয়ে শুরু থেকেই আলোচিত। এবারও তার ব্যতিক্রম ছিল না। তবে সেমিনিয়া জানালেন, এসব ব্যাপারে এখন তিনি মোটেই মাথা ঘামান না। এ বিষয়ে তিনি বলেন, ‘এসব বিষয়ে এখন আমি আর দৃষ্টি দেই না। আর এটা আমার কাজও না। এসব ব্যাপারে এখন আমি বিব্রতও হই না।’
এদিকে বিশ্বচ্যাম্পিয়নশিপে এবার রাজত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এ্যাথলেটরা। সোমবার পর্যন্ত দুই স্বর্ণ, পাঁচ রৌপ্য এবং দুটি ব্রোঞ্জসহ মোট ৯ পদক নিয়ে পদক তালিকায় সবার ওপরে অবস্থান করছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান কেনিয়ার। যুক্তরাষ্ট্রের সমান দুই স্বর্ণ, ১ রৌপ্য এবং দুই ব্রোঞ্জসহ মোট ৫ পদক নিয়ে দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছেন তারা। তিনে রয়েছে ইথিওপিয়া। এক স্বর্ণ ও দুই রৌপ্যসহ মোট পদক সংখ্যা তিনটি। এক স্বর্ণ ও দুই রৌপ্যসহ মোট তিনটি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ এবার শীর্ষ তিনেও জায়গা হয়নি জ্যামাইকার।
বোল্ট-থমসনের ব্যর্থতার কারণে এবার যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে জ্যামাইকা। সোমবার পর্যন্ত তাদের দখলে সমান একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ। পদক তালিকায় স্বাগতিক ইংল্যান্ডের অবস্থান এবার পঞ্চম। এখন পর্যন্ত তাদের দখলে শুধু একটি স্বর্ণপদক। অথচ দুটি করে পদক নিয়ে তাদেরও ওপরে অবস্থান করছে পোল্যান্ড এবং ভেনিজুয়েলা।