ডিএমপি নিউজ: করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৯৭৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৮ লাখ ৭৫ হাজার ৪৬০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৮২ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৫৬৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৭৮ লাখ ১২ হাজার ৫৬০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩২ লাখ ৮৪ হাজার ১৩৮ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ২৭ লাখ ৭৪ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃত্যু বেড়ে ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ৯৭ হাজার ৭৭৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ১৫১ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার ৮২২ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৭৬ হাজার ৩২৯ জনের প্রাণ কেড়েছে করোনা।