বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে রোববার বিশ্ব ফিজিয়াট্রি দিবস ২০১৯ উপলক্ষে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে র্যালি, বৈজ্ঞানিক অধিবেশন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এই র্যালি, বৈজ্ঞানিক অধিবেশন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। কী নোট স্পিকার ছিলেন প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।
সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ তছলিম উদ্দিন। র্যালি ও বৈজ্ঞানিক অধিবেশনে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, অধ্যাপক ডা. মোঃ এ কে এম সালেক, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. এম এ শাকুর, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান, সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট চিকিৎসক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।