মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দিতে অস্বীকৃতি জানালেন ঠিক তখনই নভেল করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কে ৫০০ মিলিয়ন ডলার দান করেছে সৌদি আরব। এ জন্য দেশটির বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এই খবর দিয়েছে।
করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে ডব্লিউএইচও’তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডব্লিউএইচও’র এককভাবে সবচেয়ে বড় অনুদানকারী দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে গত বছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছিল মার্কিন সরকার। যা ডব্লিউএইচও’র মোট বাজেটের ১৫ শতাংশ।
ট্রাম্পের এমন ঘোষণা মহামারি মোকাবিলায় ‘বিপজ্জনক’ হিসেবে মন্তব্য করেছিলেন বিশেষজ্ঞরা। এর মধ্যে দিয়ে বৈশ্বিক করোনা সংক্রমণ রোধে হাত বাড়িয়ে দিল সৌদি আরব।
এদিকে কভিড-১৯ এর এমন মহামারি চলাকালীন অর্থায়ন বন্ধে ট্রাম্পের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস। তবে এমন পরিস্থিতিতে সহায়তা দিয়ে এগিয়ে আসায় সৌদির বাদশার প্রশংসা করেন তিনি।
গেব্রিয়াসুস বলেন, ‘করোনা মোকাবিলায় ৫০০ মিলিয়ন ডলার দান করায় সৌদির বাদশা সালমান ও দেশটির জনগণের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা। আশা করছি জি-২০ জোটের বাকি সদস্যরাও বাদশা সালমানকে অনুসরণ করবে।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র জি-২০ জোটেরও সদস্য। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় এই জোটের দুই সদস্যভুক্ত দেশের মধ্যে ভিন্ন অবস্থান নিল।
এদিকে রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৮ হাজার ৬০০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন ৫ লাখ ৯৫ হাজার ২১৭ জন মানুষ।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দাঁড়িয়েছে দেশটিতে মারা গেছেন ৩৮ হাজার ৬৬৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩২১৯৭ জন মানুষ।
আর সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯২ জন।