আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। শুক্রবার সংস্থাটির বিরুদ্ধে অভ্যন্তরীণ সংস্কারসাধনে চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ এনে এই ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে করোনাভাইরাস নিয়ে মতান্তরের জেরে আগেই অর্থসহায়তা বন্ধ করা হয়েছিল। খবর বিবিসি, আল জাজিরার।
শুক্রবার ওই ঘোষণায় ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪৫ কোটি ডলার অনুদান দেয় যুক্তরাষ্ট্র। এখন থেকে সে অর্থ অন্য সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে খরচ করা হবে।
এর আগে ট্রাম্পের অভিযোগ ছিল, চীনের ওপর অন্ধের মতো ভরসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল তথ্য দেওয়ার কারণে বিশ্বে করোনা পরিস্থিতি ধারণার চেয়েও ভয়াবহ আকার নিয়েছে। এরপর সংস্থাকে দেওয়া বার্ষিক অনুদান বন্ধের ঘোষণা দেন তিনি। তার ভাষায় সংস্থার ‘চীননির্ভরতা’ কাটিয়ে উঠতে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দিয়েছিলেন তিনি। সে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এবার সংস্থাটির সঙ্গে নিয়মিত সংবাদ সম্মেলনে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন।