বিশ্ব হার্ট দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ ও এ্যালিউমিনি এ্যাসোসিয়েশন অফ কার্ডিওলজির উদ্যোগে “মাই হার্ট, ইউর হার্ট” প্রতিপাদ্য নিয়ে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সবাইকে হার্ট সুস্থ রাখতে হবে। হৃদয়ের যতœ নিতে হবে। হার্ট সচল থাকলে ব্রেনও ভালো থাকবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। শাক-সবজি, ফলমূল পরিমাণ মত খেতে হবে এবং চর্বিযুক্ত খাবার কম খেতে হবে। এর সাথে সাথে বিশ্ব হার্ট দিবস ২০১৮ উপলক্ষে আমাদের সকলকেই তিনটি বিষয় পালনের প্রতিজ্ঞা করতে হবে যে, ধূমপান করবো না ও সকল ধরণের এ্যালকোহল পরিহার করবো, সুষম খাদ্য বা স্বাস্থ্যসম্মত খাবার খাব এবং নিয়মিত ব্যায়াম ও পরিশ্রম করবো।