জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ বৃহস্পতিবার কাবুলে রাজনৈতিক স্মরণসভা চলাকালীন জোরালো বিস্ফোরণ হয়৷
মপক্ষে ১৪ জন আহত হয়েছে৷ আহতের মধ্যে রয়েছেন আবদুল লতিফ পেডরাম৷ যিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷
টোলো নিউজ জানাচ্ছে, হেজব-ই-ওয়াদাত দলের নেতা আবদুল আলি মাজারির ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের নেতারা জড়ো হন৷ উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা যথা আবদুল্লা, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, প্রাক্তন এনএসএ হানিফ আতমার, ভাইস প্রেসিডেন্ট ইয়নুস কানুনি, ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী শালহদুদ্দিন রব্বানি প্রমুখ৷ এদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি৷ ১৯৯৫ সালে তালিবানের হাতে মৃত্যু হয় মাজারির৷ প্রতিবছর এই দিনটিতে স্মরণসভার আয়োজন করা হয়৷
এদিকে বুধবার আফগানিস্থানের জালালাবাদ বিমানবন্দরের কাছে একটি নির্মাণ সংস্থায় বন্দুকধারীর হামলায় একাধিক জনের মৃত্যু হয়৷ ননগড়হর প্রদেশের মুখপাত্র জানান, হামলাকারীরা পাঁচজন ছিল৷ তাদের মধ্যে দু’জন বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়৷ তাদের সঙ্গে ১৬ জনের মৃত্যু হয়৷ আহত হয় ৯ জন৷ এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী৷ শুরু হয় গুলির লড়াই৷ সাড়ে পাঁচ ঘণ্টার গুলির লড়াই চলার পর তিন হামলাকারীকে খতম করে নিরাপত্তা বাহিনী৷