নরেন্দ্র মোদী নিছক একজন রাজনীতিকই নন। গত পাঁচ বছরে সারা বিশ্বে কার্যত ‘আইকন’ হয়ে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী।
শরীরচর্চার প্রাচীন রীতি তথা ভারতের ঐতিহ্য যোগাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তিনি। আর এবার তাঁকে দেখা যাবে বাঘ-গণ্ডারে ভরা জঙ্গলে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাডভেঞ্চারের সত্ত্বা এবার দেখবে গোটা বিশ্ব। ঘন জঙ্গল, মাঝে নদী, সেখানেই ঘুরে বেড়াবেন তিনি।
ডিসকভারি’ চ্যানেলে দেখা যাবে নরেন্দ্র মোদীকে। ওই চ্যানেলে ‘ম্যান ভার্সাস ওয়াইলড’ (Man Vs Wild) নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানে দেখা যাবে নরেন্দ্র মোদীকে। সেই প্রোগ্রামের টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ট্যুইটারে সেই ভিডি পোস্ট করেছে United Nations India-র হান্ডেল।
সেখানে দেখা যাচ্ছে, ডিসকভারির জনপ্রিয় অ্যাডভেঞ্চারপ্রেমী বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে ঘুরে-বেড়াচ্ছেন মোদী। বিয়ার গ্রিলস এই Man Vs Wild অনুষ্ঠান করেন। সেখানে বিভিন্ন কঠিন অ্যাডভেঞ্জারের মুখোমুখি হন তিনি।
আগামী ১২ অগস্ট, ঠিক রাত ৯টায় ডিসকভারি চ্যানেলে হবে সেই প্রোগ্রাম। ভিডিওটি প্রকাশ্যে আসতেই হু হু করে শেয়ার হচ্ছে। মোদীর একটা আলাদা দিক দেখার জন্য অপেক্ষা করছেন সবাই। ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ডিং
এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামা গিয়েছিলেন এই প্রোগ্রামে। ২০১৭ তে সেই অ্যাডভেঞ্চারে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। এবার সেখানেই দেখা যাবে নরেন্দ্র মোদীকে। যদিও বিভিন্নভাবেই অনেক সময় চমক দেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়।