বিরাট-অনুষ্কা, সোনাম কাপুর-আনন্দ আহুজার পর এবার কি আরও একটি ঝলমলে বিয়ের অপেক্ষা করছে বলিউডে? শিগগিরই বাজবে বিয়ের সানাই? রণবীর সিং এবং দীপিকা পাডুকনের বিয়ের দিন, তারিখ নিয়ে আপাতত মশগুল বলিউড।
বি টাউনের খবর, দীপিকা পাডুকন নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। সম্প্রতি মায়ের সঙ্গে মুম্বইয়ের ব্যান্দ্রার একটি সোনার দোকানে দেখা যায় দীপিকাকে। শোনা যাচ্ছে, বিয়ের কেনাকাটা করার জন্যই নাকি মায়ের সঙ্গে ব্যান্দ্রার ওই সোনার দোকানে হাজির হয়েছিলেন দীপিকা। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি দীপিকা। কিন্তু, মায়ের সঙ্গে সোনার দোকানে গিয়ে দীপিকা যে বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর চোখ মুখ থেকেই।
এদিকে ‘গলি বয়’-এর শুটিং শেষ করে রোহিত শেঠির ‘সিম্বা’ নিয়ে ব্যস্ত রণবীর সিং। সাইফ কন্যা সারা আলি খানের সঙ্গেই ‘সিম্বা’-য় স্ক্রিন শেয়ার করবেন রণবীর সিং। অন্যদিকে, বিয়ের জন্যই দীপিকা এই মুহূর্তে কোনও সিনেমা হাতে নিচ্ছেন না বলেও গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে।