মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা আগামীকাল বুধবার হচ্ছে না। এই পরীক্ষা হবে আগামী ২ মার্চ দুপুর ২টা থেকে। বুধবার এসএসসির ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এ পরীক্ষা পেছানোর কথা শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাতিল হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এই তথ্য জানিয়েছেন। সারা দেশে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার শিক্ষার পরীক্ষার্থী রয়েছে প্রায় ২৫ হাজারের মতো।