সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত তিন দিনব্যাপী অনলাইনভিত্তিক অন্তর্জাল চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে বুধবার। এই উৎসবে ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেজ: https://facebook.com/saufsofficial ও ইউটিউব চ্যানেলে https://youtube.com/saufsofficia ২৪-২৬ জুন পর্যন্ত দর্শক উপভোগ করতে পারবেন চলচ্চিত্রগুলো। এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর পর দর্শকের মুখোমুখি হবেন নির্মাতারা।
গত ৩১ মে পর্যন্ত সর্বোচ্চ তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেন আয়োজক কর্তৃপক্ষ। সেখান থেকে বাছাইকৃত ১২টি চলচ্চিত্র স্থান পাচ্ছে এই উৎসবে। এতে বিচারকের দায়িত্ব পালন করেছেন—চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও মোক্তাদির ইবনে ছালাম।
স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষে ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্র বিষয়ক নানা সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পাশাপাশি সংগঠনটি ইতোমধ্যে ‘সিলেট চলচ্চিত্র উৎসব’ শীর্ষক আন্তর্জাতিক উৎসবের তিনটি আসরের আয়োজন করেছে। যেখানে প্রতিবছর দেশ-বিদেশের চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম ঘটে।