ডিএমপি নিউজঃ বুশরা নামের মেয়ের পিতা–মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তার বয়স ১৪ বছর।
বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) সন্ধ্যা ৭:৩০টায় টঙ্গীবাড়ি থানার হাটখান গ্রামের বিল্লাল বাজার এলাকা থেকে বুশরাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। থানা পুলিশ তার নাম–ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার নাম বুশরা ছাড়া আর কিছুই বলে না। এ সংক্রান্তে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর– ৩৫৪, তারিখ–৮/০৯/২০২১খ্রি.।
ছবিতে প্রদর্শিত বুশরা নামের মেয়েকে কেহ চিনে থাকলে বা তার স্বজনের সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ টঙ্গীবাড়ি থানা (০১৩২০–০৯৩৪০০) অথবা ডিউটি অফিসার (১৩২০–০৯৩৪০৫) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।