বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনলাইনে এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ৫ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত।
আবেদনের বিস্তারিত নিয়ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Guidelines for Admission to Undergraduate Program) এ পাওয়া যাবে। নির্দেশনা অনুযায়ি ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি আবেদন শেষ হলেও মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত।
তবে ইটিএসআর চিহ্নিত আবেদনপত্র আগামী ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালে রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় জমা দেওয়া যাবে। এরপর ১৩ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে।