বৃক্ষরোপণের জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করতে যাচ্ছে তুরস্ক। ছুটির দিনের পুরোটা সময় দেশজুড়ে সবাই বৃক্ষরোপণ করবেন। ১৩ জুলাই ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।
ইনিস সাহিন নামের এক যুবকের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ উদ্যোগ নিয়েছেন।
টুইটারে ওই যুবক লিখেছিলেন, একটা চিন্তা মাথায় এসেছে। কেন আমরা বৃক্ষরোপণের জন্য একটি ছুটির দিন ঘোষণা করি না? চলুন আমরা বছরে একটি দিন রাখি যেদিন এই দেশের ৮২ মিলিয়ন মানুষ, শিশু এবং বৃদ্ধসহ সবাই বৃক্ষ রোপণ করবে। চলুন আমরা বিশ্বের জন্য একটি উদাহরণ সৃষ্টি করি এবং আগামী প্রজন্মের জন্য সবুজ একটি দেশ উপহার দেয়ার উদ্যোগ নেই।
তার এ পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সরকারি কর্মকর্তারা বিষয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের নজরে আনেন।